কবিতায় ধীরেন্দ্রনাথ চৌধুরী

নারী দিবস
সুন্দরীরা হাঁটছে “Ram” এ, স্বল্প পোশাক-আচ্ছাদিত,
দর্শকরা হাততালি দেয়, অর্ধ শরীর অনাবৃত।
সেই নারীরা পাচ্ছে কত তাদের কাছে খ্যাতি আর যশ,
কে যেন বেশ বলে, আজ “আন্তর্জাতিক নারী দিবস।”
অন্য দিকে বাচ্চা মেয়ে, হোটেলে ধোয় এঁটো থালা,
ফ্রকটা তার শত ছিন্ন, খিদেয় পেটে ভীষন জ্বালা।
রোদে পুড়ে শরীরটা তার ঝলসে গেছে কালো-নিকষ,
কে যেন বেশ বলে আজ “আন্তর্জাতিক নারী দিবস।”
কর্ম সংস্থান নেই, তাই, শহরেতে বহু মেয়ে,
চৌরাস্তায় দাঁড়িয়ে থেকে খদ্দের ও যায় যে পেয়ে।
মায়ের ওষুধ, ভাইয়ের পড়া, হাতে টাকা পাঁচ খানা দশ,
কে যেন বেশ বলে আজ “আন্তর্জাতিক নারী দিবস।”
পট বদলায়, যায় যে দেখা অন্য ছবি আরেক দিকে,
মা ছেলেতে টানাটানি, মায়ের শরীর খুব লিকলিকে।
বৃদ্ধাশ্রমে মাকে রাখে, মায়ের চোখ জল-টসটস,
কে যেন বেশ বলে “আজ আন্তর্জাতিক নারী দিবস।”
কজন নারী খোঁজ রাখে হায়, অন্য নারীর হাল-হকিকত,
নিজের টাকা বাড়ুক দ্বিগুণ, অন্য নারীর ধ্বংস জগৎ।
না খেতে পাক, আমরা তো খাই, হোক না তাদের সত্তা বিবশ,
কে যেন বেশ বলে আজ “আন্তর্জাতিক নারী দিবস!”