দিব্যি কাব্যিতে দেবমিত্রা চৌধুরী

একটি নৈতিক কোমা
প্রতিদিনই কিছু না কিছু ঘটে;
আপনি একটি নৈতিক কোমায় চলে যান
এবং আপনাকে মৃতদেহের মতোই দেখায় – মাতৃত্ব, ফেসবুক অথবা লেবুজল – কিছুতেই সুখী হওয়া যাচ্ছে না যখন, চশমার ওপরে কিছু আনন্দ ছিটিয়ে নিন
না।। আপনি তো জটিলতা চান, যেভাবে সাপের চোখে জল জমে ওঠে।
যেহেতু পরিকল্পনা ছাড়াই সব পরিকল্পনারা শুরু হয়, আপনার অসমাপ্ত মুখ তাই উত্তরের আকাশ আর দক্ষিণের প্রাচীরের শেষে থেমে থাকে;
আর, যতক্ষণ না ঘুম আসে,
গরম কাচের মতো তুলতুলে হতে থাকে দিন…