T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় দীপঙ্কর বেরা

পূজো এলো
পূজো এলো, এলো পূজো
কাশের বনের ধারে
পদ্ম শালুক ফুলের দোলা
লাগছে দীঘির পাড়ে।
নীল আকাশে শরৎ শোভা
ভাসায় মেঘের ভেলা
শিউলি তলা ভোরের বেলা
বসায় ফুলের মেলা।
কাঠামোতে মাটির প্রলেপ
দেখছে খোকা খুকি
বকুল ফুলও পাতার ফাঁকে
দিচ্ছে দেখি উঁকি।
ধীরে বাতাস হিমের পরশ
পূজো গন্ধ আনে
শারদীয়ার শরৎ খুশি
জাগে সবার প্রাণে।