মার্গে অনন্য সম্মান দেবাশিস বসু (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৯৭
বিষয় – স্মৃতি
বানভাসি
ছোট ছোট ঢেউ কিসের বার্তা..
সিঁড়ির ধাপ মাপছে জনতা..
পাখীগুলো গোল হয়ে উড়ছে কিসের সঙ্কেতে..
জল বাড়ছে..
গাছ উপড়ে পড়ছে..
উপড়ে পড়লো একতলা বাড়ী..
হেলে পড়লো দোতলার ছাদ..
হাঁটু জল বুকে উঠে এলো..
শবদেহ তাড়া করে এলো ভাসতে ভাসতে..
বাকী ছিল কিছু ছোটো ছোটো সিদ্ধান্ত..
চোখ খুলে রাখবো ঢেউয়ের ধাক্কা সামলে..
না চোখ বুজে ঢেউকে মান্যতা দেবো..
স্রোতের বেগে গা ভাসাবো..
না কিছু আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকবো
পৃথিবীর একমাত্র স্থবির বস্তু হয়ে..
দেখতে পাবো ঈশ্বরের কাছে প্রার্থনারত
কোলে শিশু এক মাদার মেরীকে..
নাকি অনুতাপ করবো যে পাপগুলো
সারা জীবন ধরে করেছি তাদের স্মৃতিচারণে..
মেঝেটা এগিয়ে গেলো নদীর দিকে..
বাড়ীটা ভিত থেকে আলাদা হয়ে গেল..
ছাদটা ভেলার মতো বিচ্ছিন্ন দ্বীপ..
একটা বড় গুঁড়িকে জাপটে ধরে নোয়ার হাত..
খোলা আকাশের দিকে মুখ তুলে তাকায়..
প্রার্থনা করে দ্বিতীয় জীবনের মায়ায়..
আবার এসেছি ফিরে..
পলিপড়া বেডরুমে..
স্মৃতিদের ভগ্নাবশেষে..
টেবিল চেয়ার খাট আলমারীর ফসিলের মাঝে..