মার্গে অনন্য সম্মান দেবাশিস বসু (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৭৫
বিষয় – চুপকথা
বাউলের বিচিত্র কাহিনী
ক্ষণেক দাঁড়াও পথিক, শোনো বাবু জন
শোনো,শোনো সবাই,শোনো দিয়া মন
বাউলের বিচিত্র কাহিনীর দিই বিবরণ
অস্থায়ীতে এক সুর অন্যতে ভিন্ন
দ্রুতগতির দ্বিতীয় কলি বড়ই অনন্য
সঙ্গীত জুড়ে অস্থায়ী, অন্তরা প্রধান
অন্তরার পশ্চাতে অস্থায়ী ধাবমান
কোথাও বুঝি বা আছে সঞ্চারী
বাউল গানের মজাই হল মহরা ভারী
অমাবস্যায় বাঁকা নদী বয়
কুম্ভীরাশ্রুর মিলনে প্রণয়
কেমনে হবে লতাহীন মন্থন
বা’আল দেবতার নামে চন্দ্রসাধন
অমাবস্যায় আসে সাঁই
ত্রিবেণীতে চার পাঁচের মিলনের ঠাঁই
মীনরূপে সাঁই করে বিহার
সিদ্ধি লাভ করে ত্রিবেণীতে পূজা উপচার
গরল শেষে ফুলের নির্গমন
নীর আর ক্ষীর মিলে সাধনার সুধা নিষ্কাশন
এই সুধারসেই চরাচর সৃষ্টি
রস জ্ঞানই ঘটায় যাবত সিদ্ধি
ত্রিবেণীতেই হল আরশিনগর
আয়নায় যেন নিজ রূপের বাসর
দেহ নিঃসৃত চারিচন্দ্র প্রক্রিয়ার আধ্যাত্মিকতা
ধর্ম যেন দেহতত্ত্বের মর্মে মর্মে গাঁথা
সাঙ্কেতিক শব্দেই লেখা আছে তাদের দর্শন বার্তা
মূর্তিপূজা, জাতিভেদে তারা পড়েনি তো বাঁধা
সব ধর্ম মিলেমিশে আলিফ,লাম, মীমের অপ্রকৃত ধাঁধা