সাতে পাঁচে কবিতায় দীপঙ্কর বেরা

ঢেউ জীবনের
জীবনের পথ জীবন পেরিয়ে
চলেছে অজানা কেউ
সীমানা ছাড়িয়ে অনন্ত দিকে
তুলে সাগরের ঢেউ।
ছলাৎ ছলাৎ অবিরাম শুনি
দূর থেকে ভেসে আসে
একটার পরে আরও একটা
দাঁড়ায় না কারো পাশে।
বালুকাবেলায় আছড়ে পড়ছে
আকাশ আলোর সাথে
রূপ সাগরের কিনারা স্রোতে
প্রাণ বাঁচে হাতে হাতে।
উঠছে নামছে চলছে এগিয়ে
লক্ষ্য পূরণ পথে
ঢেউ জীবনের কত কথা বলে
মানবিক মতামতে।