মার্গে অনন্য সম্মান দেবাশিস বসু (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৬৬
বিষয় – কুয়াশা
হেমন্তের রোদে শিশিরের উষ্ণতায়
ঘাসেদের ডগায় এখনো হীরের নাকছাবি
কড়াইশুঁটির শিখরে রামধনুর প্রতিচ্ছবি
গোলকুণ্ডার খনি এখন গোটা মাঠ জুড়ে
সোনার ফসল আভূমি কুর্নিশ করেছে সঙ্কীর্ণ আলপথ ভরে
সাদা বলাকার দল উঞ্ছবৃত্তিতে
উঞ্ছক সবুজ তোতারাও উদরপূর্তিতে
নীল আকাশে উড়ে চলে মুখপোড়া ময়ূরপঙ্খী
ছাড়তে ছাড়তে সুতো শেষ- লাটাইয়ের সাথে বাঁধা গ্রন্থি
যখন সুনীল আসমান ভাসে কুয়াশার সখ্যতায়
বুঝি আলোয়ান জড়িয়ে রয়েছে গাছের পাতায়
যখন কুয়াশারা শুয়ে থাকে মাঠে খেতে খামারে –
হেঁটে বেড়ায় সবুজে ঘেরা সাদা পথ ধরে
যেখানে গোধূলি হাঁটে -কুয়াশা দৌড়ায়
বর্ষার হাওড়ে পরিযায়ী রোদ পোহায়
দীঘির শীতল বাষ্পে
হাজার মাইল উড়ে আসা ক্লান্ত শরীর জুড়ায়
দোতলার নিষিদ্ধ বাতায়নে লতানো গোলাপ চুমু খায়
মুঠোভরা প্রেম বুঝি হেমন্তের রোদে শিশিরের উষ্ণতায়
উবে যায় ভেসে যায় যত ভালোবাসা জাগতিক বাসনায়
নাকি ভাত রুটি কম্বল বা একটা হোগলার ছাউনির কামনায়