কাশগুচ্ছমেঘদল উড়ে গেছে কখন
আপন খেয়ালে,
কেয়াঝােপের মাথার ওপর দিয়ে, দেখা হয়নি
শরত-মেঘে বৃষ্টি এসে ভিজিয়ে যেত আনমনে
মনে পড়ে যায় সেদিনের সেইসব দিন
কত মেঘলাদিন,.. কত বৃষ্টিদিন!
ভালােবাসার বৃষ্টিতে সিঞ্চিত হইনি কতকাল
কিছুই ভাল লাগে না আর আজকাল
সকালের রােদ এসে পড়ে কবিতার খাতায়
যা লিখি, হয়ে যায় শুধু তােমারই কথা..
অথচ,
কেন রয়ে গেলে এতদিন, না-বলা বাকি কথা হয়ে?
গভীর অরণ্যে পদচিহ্ন ঢেকে দিয়ে গেছে ঝরা পাতারা
পাথরের মতন ভার হয়ে আছে মন আজ
পাথরটা সরাতে পারি না কিছুতেই..
ভাবনার অন্তরালে,
কত বাকি কথা যে ফেলে গেছ তুমি,
ঠিক গাছেদের ঝরা পাতাদের মত, তুমি জান না..
আজ, কুড়িয়ে রাখি সব বাকি কথাগুলি —
মনের খাতায় গভীর গােপনে,.. লাল অক্ষরে!