T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় দেবযানী ভট্টাচার্য

নববর্ষ
সকাল থেকেই মুঠো মুঠো সোনালী রোদ্দুর ধুয়ে দিচ্ছে বাড়ি ,ঘর , উঠোন,
মা পালঙ্কে বিছিয়ে দিচ্ছে তার নতুন পরিধান , জানলায় হলুদ রঙের আড়াল,
মায়ের ফুলছাপ শাড়িতে কি বিচিত্র আলপনা !!
বাবার বাটিকের পাঞ্জাবিতে কতো রোদ জমা হয়ে আছে !!
ঘটি হাতা সহস্র কুঁচির ফ্রক কী যত্নে ঢেকে দিচ্ছে সদ্য প্রস্ফুটিত একটি কিশোরীর সদ্য প্রস্ফুটিত দুটি গোলাপ।
সদ্য স্নাতা মায়ের কপালে একটি লাল রঙের সূর্য্য ঢেকে দিচ্ছে সমস্ত বছরের কর্মক্লান্ত গ্লানির চিন্হ।
মেয়েটি প্রণাম সেরে উঠতেই বাবা বলে উঠলো “সামনের বছর ধাক্কা দেওয়া লাল পাড়ের একটা শাড়ি কিনে দেব ,”
মেয়েটির মন জুড়ে এক নতুন রৌদ্রের অপেক্ষা শুরু হয়,
প্রভাত ফেরীর গানে সে গেয়ে ওঠে,” এসো হে বৈশাখ,এসো এসো।”