কবিতায় দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়

পূর্ণিমা
পূর্ণিমা আমার মনের গাঁয়ের নাম
পূর্ণিমা আমার নিরুদ্দেশ যাত্রা
পূর্ণিমা আমার হৃদয়ের কোণে আলো
যেখানেই জল সেখানেই খুঁজে পাই
পূর্ণিমা আমার প্রথম আলোর টিপ
নরম শাড়িতে সোনালি রাখাল ঘুম
পূর্ণিমা আমার প্রেমিকার ডাক নাম
যত দূরে যাই,তত যেন কাছে পাই
পূর্ণিমা আমার গোপন ঘরের সেতু
কত ফুল ফোটে, নেই কোনো ভাল নাম
পূর্ণিমা আমার হারানো ফোনের টোন
যেখানেই থাকি,বেজে চলে অবিরাম
পূর্ণিমা আমার দুঃখের গোধূলি
পৃথিবীর কাছে জোছনার রাধা চূড়া
পূর্ণিমা আমার প্রথম চুম্বন
যত দূরে যাই, আরও আরও কাছে পাই…