আমার চেতনায় তুমি
আমার হৃদয়ে তুমি
অথচ,
আমার হৃদয়ের কোনও দাবি নেই
যতক্ষণ পর্যন্ত না
তুমি ঘোষণা করছো
সেই না-বলা দামি কথা টা..,
‘ভালোবাসি’!
এই চাওয়া আর, না-পাওয়া’র মধ্যে
একটা বিষাদবাড়ি বাস করে,
সারাদিনমান, রাতভর
রচিত হয়ে চলে এক বিষাদপুরাণ।
তোমার নিঃশব্দ নীরবতার সন্ত্রাস
হৃদয়ে হানে অসহায় শব্দস্রোত
ক্রমাগত পারস্পরিক দূরত্বের শূন্যতায়
তবুও, তোমার ছায়ার সাথে বসবাস
শুধু, বেঁচে থাকার কিয়ৎ পুরানো অভ্যাস!
সময় বয়ে চলে,
স্নিগ্ধ বাতাসে সজল মেঘ ভেসে যায় দিগন্তে
খোলা আকাশের নিচে সাজাই প্রেমের মিনার
তোমার স্বাদ পাই শুধুই চেতনায়..
তবু কেন মায়ামেঘ, ঝড়ের পূর্বাভাস?
হৃদয় বিদ্ধ করে ভয়ের নখর!
ভালোবাসি—
আর, গোলাপ হাতে অপেক্ষায় থাকি
তোমার আসার…
হে ভালোবাসা, এসো
নির্ভয় করো, দূর করো
প্রেমের পথে, পদে পদে কাঁটার সন্ত্রাস!