T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় দীপক বেরা
by
·
Published
· Updated
পঁচিশে বৈশাখের ভােরে
“এসাে এসাে, এসাে হে বৈশাখ..
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হােক ধরা”…
২৫শে বৈশাখ,
রবির আলােয় উদ্ভাসিত আলােকিত এক ভাের
‘পঁচিশে বৈশাখ’ মানে কবিগুরুর গান, কবিতা
তাঁর অমর বাণীর সুর
পঁচিশে বৈশাখের ভােরে প্রভাতফেরি হাতে হাত
পঁচিশে বৈশাখে চিন্তা-চেতনায় মননে
বাঙালির সত্তা জুড়ে শুধুই রবীন্দ্রনাথ
হে ঠাকুর, প্রানের নাথ,
তােমার সােনার বাংলা আজ আক্রান্ত
আমাদের মা-মাতৃভূমি আজ জরাগ্রস্ত
মারণ-ভাইরাস করােনাযুদ্ধে ভারাক্রান্ত মন
এই দুঃসময়ে তােমাকেই বড় বেশি প্রয়ােজন
এই অনিশ্চয়তা আর উদ্বেগের মাঝে
অমৃতলােক থেকে তুমি এসাে মৃত্যুঞ্জয় একবার
“নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার”..
এই কালবেলায় ঘাের ক্রান্তিকালে—
“বিপদে মােরে রক্ষা করাে
এ নহে মাের প্রার্থনা,
বিপদে আমি না যেন করি ভয়”..
এই মহামন্ত্রে দিক্ষিত হই আমরা
তবেই মুছে যাবে গ্লানি, ঘুচে যাবে জরা,
অগ্নিস্নানে শুচি হবে ধরা!