কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

সুন্দরী ডুয়ার্স
কতদিন তোমার কাছে যাই নে,
তোমার রূপ আমাকে যে শুধুই টানে—
নদী-পাহাড়-অরণ্যের বিস্তৃত ক্যানভাসে
ছোট ছোট পাহাড়ী গাঁ ঘেঁষে
খেলা করে রোদ-বৃষ্টি-ছায়া,
রূপোলি তিস্তার জরিপাড় দু’চোখে আনে স্বপ্ন, ছড়ায় মায়া…
রাতের আকাশে নক্ষত্রের মেলা,
স্তরে স্তরে ভাসে মেঘের ভেলা।
আকাশে কি পাতা আছে ছুটির ফাঁদ?
আজ আবার জ্যোৎস্নায় ভিজতে চাই, জেগে থাক চাঁদ।