আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ দীপঙ্কর বেরা

বেঁচে আছি
কোনো কিছুই নয়তো স্থায়ী আছে সবার শেষ
সময় হলেই ফিরতে হবে না ফেরার এক দেশ,
শুরু যখন হয়েই গেছে ভেবো না শেষ পার
যত সময় আছো তুমি দেখাও তোমার ধার।
এ পৃথিবীর নিয়ম চলা মনে রাখা পথ
সবার মাঝে তোমার থাকা বোঝাও নিজের মত,
শীত চলে যায় গ্রীষ্ম আসে ঋতুর বদল হয়
মানুষের এই যাওয়া আসায় ছাপ যেন ভাই রয়।
চলেই যখন যেতে হবে ভাবি না ও সব
বেঁচে আছি বোঝাতে আমি করছি কলরব।