কবিতায় বলরুমে দেবযানী ভট্টাচার্য

জীবন
জীবন মানে তো বেলাভূমি জুড়ে দু একটি পদচ্ছাপ,
স্রোতে ভেসে যায় ,যাপনের যা কিছু শোক তাপ।
তটভূমি জানে প্রতিদিন নিঃস্ব হওয়া,তবু স্রোতের কী টান!
ক্ষয়ে যাওয়া অবিরাম —,তবু ছুঁয়ে থাকা ভালোবাসার ঘ্রাণ!
যা থাকে যাপনকালীন আঘাত,জমা অভিমান,মুছে যায় —–
জীবন মানে তো ,অবশেষে জমিয়ে রাখা সুখ স্মৃতির সঞ্চয়।