কবিতায় বলরুমে দেবযানী ভট্টাচার্য

একটি ক্ষণস্থায়ী ঝড়
হতে পারে ,মহাকাল রাখবেনা কোন দলিল।
হতে পারে,আগামী দেখবে তাকে তাচ্ছিল্যের দৃষ্টিভঙ্গিতে
হতে পারে,চমক হীন উপস্থিতি,
হতে পারে,নিদারুণ ব্যার্থতা।
হতে পারে,এক ব্যর্থ কবির ব্যর্থ প্রয়াস,
কিছু বিস্ফোরণের আকুলতা,
হতে পারে, আত্মকথনের দলিল লিখতে লিখতে হেঁটে যাচ্ছে কোনো অনিদৃষ্ট গন্তব্যের দিকে—-
হতেই পারে,ভালোবাসার কিছু আখর অকাল বোধনের
উপাখ্যান লিখতে চাইছে—-
নিজেকে প্রমাণ করার দায় হীন উপস্থাপনে ক্রমাগত ভেসে যাওয়া।।