বিনোদন নামক ভাইরাসের তান্ডবে,
ব্যক্তি, পরিবার, সমাজ, সংসার দিশেহারা,
ধর্মের ভাইরাসে মানুষের ধর্ম আজ স্বমূলে সর্বহারা,
ভয়ের ভাইরাসে জনতা আজো প্রতিবাদে অসহায়,
জনতা জ্যান্ত কিন্তু মৃত আজ রাজনৈতিক ভাইরাসের ভয়াবহতায়।
অকল্পনীয়, অভাবনীয়, দুর্দশায় দুনিয়ার দিন কাটছে,
বিশ্বব্যাপী প্রানহানির পরিমান ক্রমাগত যে বাড়ছে,
সারা পৃথিবীটা এক মহাযুদ্ধের ময়দানে পরিণত,
অসহায় আত্মসমর্পণে , সভ্যতা শরীরে মনে ক্ষত বিক্ষত।
কত পশু পাখি লুপ্ল হলো মোদের লালসার দোষে,
ধরা ধুয়ায়িত হয়েছে নিয়ত বোমা বারুদের বিষে,
তাইতো ধরায় জীবানু আজ দিয়েছে বিষের হানা,
বাঁচবো কি করে আমরা সবাই নেইকো সেটাই জানা।
এমন যুদ্ধ কভু কক্ষনো দেখেনি মানবজাতি,
শত্রুর নেই আজ আর কোনো মারণাস্ত্রের ভীতি,
মানুষ আজ গৃহবন্দি শুদুই শত্রুর শক্তি বাড়ছে আরো,
মানুষ নামক জন্তুটি আজ কাঁপছে থর থর।
২| এখনো সময় আছে
এখনো সময় আছে,
ক্ষমা চেয়ে নিতে পারো, আবার।
নিঃশর্তে! সব অপরাধ নিঃশেষ করে!
এই সার্বংসাহা প্রকৃতির কাছে!
একবার নত হও!
ক্ষতির যত পরিসংখ্যান
সব ভুলিয়ে দিতে একবার জ্বলও
তুষের আগুনের মতো।
শুদ্ধ করো নিজের অন্তর আত্মা।
ক্ষমতার লালসা ছেড়ে একবার ভেবে দেখো!
আগামী প্রজন্মকে দিয়ে যাও
বুকভরা শুদ্ধ বাতাস
নির্মল জল আর পাখিদের কলতান।
নিজের রক্ত দিয়ে একে দাও
মুক্তি পথের সোপান।
প্রভাত রবির প্রথম কিরণসম্পাতে
সৃষ্টি হোক বার বার নতুন প্রানের স্পন্দন।