।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় Dr. Dipan Adhikari

Squalid Valour

Could mankind win over
the unjust power of squalid valour?
The hoi polloi screaming over centuries.
The inflicted soul full of manipulative demeanour ! took a pause.
Searched for a while
To eke out the congruent…
A big pause taken to search the just
Amidst the lacklustre dusk.
Who else can revolt over the Mephistophelian soul to reply formally?
Power is still quenching the thirst for boorish bloodshed over centuries.
Who else can jibe at him for this incongruous masquerade?
Hardly comes forth an angel to bring a halt ,
debarring man from this licentiousness
To help to attain the demigod gleam.
Lest the world should finish itself forever
Leaving all roads closed to salvation,
Stop, stop forever,
Let you get the atonement for mercy and persecutions.
At long last let the truth again triumph over falsehood, injustice and treachery.
The time has come to welcome the true dawn.
Brushing aside the dark forever.

সম্পর্ক

তাই তুমি আর আমি দুজনেই যদি নাই
থাকি পাশাপাশি,
এক অদ্ভুত পাওয়া না পাওয়ার দন্দ্বের মাঝখানে
সম্পর্কটা নাইবা পেল কোনো সংজ্ঞা ।
অনুভুতি গুলো নাইবা পেল মুক্তি ,
থাকুক মনের গভীরে নিটল মুক্তোর মতো ,
বেড়ে উঠুক স্তরে স্তরে অনুভুতির দোলাচলে …
আমার কাছে এসো না!
লোভের আগুনে সব পুড়ে যাবে !
আমার দুরে চলে যেও না
মনটা পুড়ে ছাই হতে পারে।
বাতাস হয়ে আমাকে ছুঁয়ো ,
প্রজাপতির মতো ডানা মেলে ,
অনুভুতির তুলিতে যেন একবার এঁকে দিতে পারি তোমার স্পর্শ ,
অঘ্রাণ মাসের শিশির বিন্দুর ঝলকে …
হয়ত আমার ছোট্ট ফ্ল্যাটের চার দেয়ালে
বন্দি থাকবে আমার স্বপ্ন গুলো ..
পূর্নতা পাবে হয়তো তোমার স্বপ্নের হাতছানিতে পৌষের নতুন গুড়ের গন্ধে।
হয়তো ঝরে পড়া উল্কার মতন
আমাদের যত কথা ছাই হয়ে যাবে,
ফিরে ফিরে কিন্তু আবার আসবে ফাগুনের রঙে,
শিমুল আর পলাশের বনে আগুন ধরাতে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।