কবিতায় এবং দেবাশীষ

দুটো চিতাকাঠ
দুটো চিতা কাঠ পাশাপাশি পড়ে আছে,
একটা প্রায় পোড়া, একটা আধপোড়া,
কিছু তারারা রাতের সংগ্রাম লেখে ,
শকুন লেখে কিছু সংকেত –
কিছু মানুষ জল ছিটিয়ে যায়
ধোঁয়া আর ছাই – তাদের পরিচিতি!
যে গাছের ফুল ফল পাখি প্রজাপতি ছিলো,
যে মাটির ছিলো ফসলী প্রত্যয়
তাদের উপেক্ষা করতে পারেনি কোনদিনই
এমনকি একটা গাছের আত্মহত্যার কথা
বসন্তের ঝরা পাতা!
যাবতীয় লিখে রাখা সুখ অসুখ – পড়ে আছে!
আস্ফালন! ষড়যন্ত্র! শিশুদের – রমনীর হাসিমুখ,
সোসাইটি, চেয়ারম্যান, লেবারের গ্যালাক্সি,
সবকিছু ফেলে তাদের তো আর যাওয়ার জায়গা নেই কোনো,
পড়ে আছে
পড়ে আছে
অপরিচিত কলমের যেভাবে কোনো গুরুত্ব থাকে না!