• Uncategorized
  • 0

Tip-টপ এ ধরিত্রি

আজকের পর্বে আমরা জানবো বর্ষাকালে কিভাবে ঘরের যত্ন নেবো।
*১| দিনের বেলায় যতটা সম্ভব জানালা ও দরজা খোলা রাখলে ঘরে স্যাঁতস্যঁতে ভাব কম হবে।
*২| ঘরের কোনায় এক টুকরো কর্পূর বা কয়েক টুকরো পাতি লেবু রাখলে ঘরের পরিবেশ মনোরম থাকবে।
*৩| চিনির কৌটোতে যদি দু এক টুকরো দারুচিনি রাখা যায় তাহলে চিনি গলবে কম।
*৪| চিরুনিতে বডি স্প্রে বা সেন্ট স্প্রে করে তা দিয়ে চুল আঁচড়ালে চুলে ভ্যাপসা গন্ধ কম হবে।
*৫| বাড়ির আসপাসে জল যতটা কম জমতে দেওয়া যাবে তাতে ব্যাকটেরিয়া ও মশা মাছির উপদ্রব কম হবে।
এই ছিলো আজকের টিপস। ফিরবো আগামী পর্বে নতুন কিছু নিয়ে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।