দিব্যি কাব্যিতে চন্দ্রদীপা সেনশর্মা

অন্ত্যেষ্টি
অন্ত্যেষ্টির দিনটি নিভৃত আছে।
চিতাকাঠের রহস্যে পা ফেলে ফেলে চলতে শেখা
প্রতিনিয়ত সংগ্রাম আগুনে যাবে, জানি।
নারী বলে খড়্গ আছে হাতে, বর্ণমালা, মন্ত্র
দেবীবেদির নিটোল রূপে গুপ্তগুহা আছে
প্রতিটি সূর্যশিশু জেগে ওঠার শুভ কান্না আছে।
বেদির পরিচর্যায় অনুগত ঋত্বিক, দহনস্পর্শে
মৃত্যু ছুঁয়ে ছুঁয়ে হাঁটা…