|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় চন্দ্রদীপা সেনশর্মা

রাত্রির ভিতর
অন্ধকারের এক অদ্ভুত আলো আছে
ধাতস্থ হলে সে আলো দেখা যায়
কত গ্লানির ভিতর দিয়ে উঠে আসে সে আলো
কত পরাজয়
প্রতিটি পরাজয় পোডিয়ামে উঠতে চেয়ে
দাঁড়িয়ে থাকে সারিবদ্ধ
আমি তাদের গোল্ড মেডেল পরিয়ে দিই
দেখি তাদের উচ্ছ্বাস
তাদের উচ্ছ্বাসের মধ্যে নেমে আসে কল্পপুরুষ
ছায়া ছায়া অবয়ব নির্বসন ভাস্কর্যের মতো
দেখি ছুঁই খেলি
আগামীদিন আরও কিছু পরাজয়ের মুখোমুখি
হব বলে বেশ বেলা করে জেগে উঠি।