T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় চন্দ্র শেখর ভট্টাচার্য

যখন সন্ধ্যা নামলো
যখন সন্ধ্যা নামলো
আমি তখন চায়ের দোকানে
চুমুক দিয়েছি মাটির ভাঁড়ে
তুমি তখন মোমের আলোয়
পড়তে বসেছো
উত্তরে খোলা জানালা
সম্মুখে বই আর জলন্ত
মোমবাতি –
মোমের ক্ষীণ আলোয় তোমার
মায়াময় মুখটাকে দেখছিলাম
হঠাৎই নিজেকে বড় বেশি
বেপরোয়া বাউন্ডুলে মনে হল
বেকারত্ব চেপে বসে আছে
অন্ধকারের মত ।
আমি ফিস ফিস করে
কি যেন একটা বলে উঠলাম
তুমি জানলার দিকে তাকালে
তিনটে কুকুর ঘেউ ঘেউ
করে চলে গেল
আমি লুকিয়ে গেলাম অন্ধকারে
তুমি দেখতে পেলে না আমাকে ।
এমনি করে রোজ সন্ধ্যা নামে
রোজ জানালার কাছে যাই
আর ,
রোজ হারিয়ে যাই অন্ধকারে …