কবিতায় চন্দ্রনাথ শেঠ

1 ফল
দৌড়ে আসে রাস্তা ধরে বাউলগান; জিলিপিগাছ ওই তো
দূর। ঝোপলা ছায়ায় বসলে, সুর… খুনশুটিও অমনি শুরু
ক’টা টিয়ার; জলপিপি তার ডানায় নিল মাত্রাবৃত্ত…
তার ছায়াটি আরও ঘন জলশিরীষের। অনর্গলই ঝড়িয়ে দিল
জিলিপি ওই, সুপক্ব সব–বাদ্যরোল…
আহ্! বেভুল হল খেপি-বাউল; গান ভুলে যায় চুষতে
চুষতে জিলিপি-শাঁস!
খইয়ের ছায়ায় ঘুমিয়ে থাকো একতারা ওই…