কবিতায় চিরঞ্জিৎ সাহা

রিফিউজি
আবেগ ঘনায় প্রেমের সে দ্বীপ, চা পাতার এক সবুজ দেশ,
বিহুর সুরে, ভরুই ওড়ে, দিগন্তে নীল খুশির রেশ ।
সোনালি ক্ষেতে রোদের আদর, মেঘডানাতে মাজুলি চর;
ভূপেনজি আর কালিকাপ্রসাদ, লোকসুরের এক আঁতুড়ঘর।
পোস্টবাক্সে সজোর আঘাত, রাজার এল আজ আদেশ —
“ছাড়তে হবে ভিটেমাটি, খোলরে তোদের ছদ্মবেশ !”
ছোট্ট শিশু বোঝে না বর্ডার, মিড-ডে মিলেই দিন চলে;
আধস্বরে, প্রাণের জোরে, ‘বন্দেমাতরম’ বলে।
এক কুঠুরির বদ্ধ যে দেশ, রোজ সেখানে বাড়ছে ভিড়;
বাংলা-নেপাল এক হয়ে যায়, তুলসীতলায় ধর্মপীর।
উড়বে ভোরে তেরঙা হাজার, বয়স মায়ের পঁচাত্তর,
রিফিউজি ক্যাম্প, নেই অধিকার; কাল ঠিকানা তেপান্তর॥