কবিতায় চম্পা নাগ

স্মৃতির কোলে
জীবন তরী চলতে থাকে সম্পর্কের হাত ধরে…
কখনও ঢেউ বুকে নিয়ে কখনও স্মৃতি আগলে।
অতীত জুড়ে আছে যত মিষ্টি মধুর স্মৃতি!
প্রজাপতির মতো উড়ে বেড়ায় মনের অলি গলি।
আকাশের বাঁকা চাঁদটা আজও তোমার কথা বলে…।।
আলো আধাঁরে হেঁটেছি কতো একসাথে…
ভালোবাসার গল্পগুলো আছে তারি ফাঁকে ফাঁকে!!
তুমি নেই তবুও আছ সারাটা জীবন জুড়ে…
হায় আজ যে তুমি আছ দাঁড়িয়ে মরণের ওপারে!!
স্মৃতিরা তোমার শুধু নিয়মিত আসে যায়!!
জড়িয়ে থাকে আমার অস্তিত্বে…!!