T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় চিত্রা মুখার্জি

আমার উমা
শান্ত শিষ্ট সেই ছোট্ট মেয়েটি
নাম ছিল তার উমারাণী,
সুখে দুখে সে ভালোই ছিল
স্বপ্ন ছিল অনেকখানি।
স্বপ্নকে সে লালন করে
যত্ন করে চুপিসারে,
বাঁচার মত বাঁচতে চেয়ে
থাকবে সে মাথা উঁচু করে।
বিধি হল বাম!
নেমে এল তার জীবনে
এক নিষ্ঠুর নিয়তি।
দুপেয়ে সব জন্তুগুলো
কেড়ে নিল তার স্বপ্নগুলো,
রাঙিয়ে দিল নতুন করে
নতুন করে জন্ম নিল,
জ্বলে উঠলো আগুন হয়ে
রণচন্ডী রূপে।
আমার উমা ত্রিশূল ধরেছে
বাঁচতে শিখেছে নিজে,
আমার উমা নিধন করেছে
অসুররূপী জন্তুকে।
আমার উমা জেগে উঠেছে
ভেতরে ও বাইরে,
আমার উমা ফুঁড়ে উঠেছে
অন্ধ কুপের বিন্দু থেকে।
তাই তো আজ আমার উমা
বন্দি হয়েছে সবার কাছে
দশভুজা রূপে।।