ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জি

মিছিল
দোতলার বারান্দায় দাঁড়িয়ে দেখলাম
এক মিছিল যাচ্ছে এগিয়ে,
সবার হাতে এক নতুন প্লাকার্ড
তাতে লেখা ” সততার মিছিল”।
কেমন যেন বুকের মধ্যে কাঁপুনি হতে লাগলো,
সারা শরীর অবশ হয়ে উঠলো –
সততার মিছিল!
খায় না মাথায় দেয়?
মুখ আর মন সম্পূর্ণ আলাদা
সততার মুখোশের আড়ালে
রক্তচোষা টিকটিকির দল-
মিথ্যাকে পোষণ করে
সত্যকে দেয় নির্বাসন।
তবুও তালে তাল মিলিয়ে চলতে হয়,
মিছিলে সামিল হতে হয়,
রক্তচোষার বিরুদ্ধে, ব্যর্থতার দায়ে
মুক্তির মশাল জ্বালাতে।
এ যেন এক গিরগিটির বিরুদ্ধে
আর এক গিরগিটির মিছিল,
এক রক্তচোষার বিরুদ্ধে
আর এক রক্তচোষার মিছিল।
আসলে নীতিগত ভাবে এক সবাই
চোরে চোরে মাসতুতো ভাই।