ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

পঞ্চভূত
একদিকে জন্ম, অন্যদিকে মৃত্যু
মাঝখানে সময়ের ছন্দ
টিক টিক টিক ,
সময়ের সাথে তাল মেলাতে মেলাতে
হঠাৎ দেখি, এসে দাঁড়িয়েছি
একেবারে শেষ প্রান্তে,
তারপর মিশে যাবে মহাশূন্যে,
যেখানে রয়েছে কালো, ঘন তীব্র অন্ধকার,
বড্ড উৎকট, কোনো সান্ত্বনা নেই,
নিস্তব্ধ, নিঝুম, সাড়াশব্দহীন এক ঘুমন্ত পুরী।
সেখানেই থেমে যাবে জীবনের গতি।
বাস্তব বড় কঠিন
যতই ভাবি না কেন
আর একটু সময় দাও আমায়
স্বপ্ন পূরণের জন্যে।
” সময় যে তোমার হয়েছে শেষ,
শেষ ঘন্টা গেছে বেজে,
যেতে হবে তোমাকে ঐ প্রান্তে
যেখানে হাজারো স্বপ্ন
লীন হয়ে যাবে পঞ্চভূতে।”