কবিতায় ছায়া মুখার্জী

এখন বসন্ত
আকাশ জুড়ে লালপ্রবাল ঢেউ
প্রকৃতির সাজ ও লাল টুকটুক
কুহু তানে প্রেম ভরে কেউ
ফাগুন আলোয় উপচানো সুখ।
এলোমেলো আজ মধুমাস
জ্বলছে আগুন শিমুল বনে
দখিনের ঐ দামাল বাতাস
আগল খোলে বন্ধ মনে।
মনখারাপের দুপুরগুলো
শ্যাওলা ধরা মনের ভাঁজে
রঙের তুফান ভেজায় চুলও
আবির রাঙা সকাল সাঁঝে।
বসন্তদিন রঙ আয়োজন
আলোয় আলোয় চোখে ধাঁধা
জোছনা রাতে সাজে যে মন
দোদুল দোলায় শ্যাম ও রাধা।
উঠোন জুড়ে চাঁদের আসর
মনফাগুয়ায় খুশির পরশ
রুদ্রপলাশ সাজায় বাসর
প্রেমের নেশায় শরীর বিবশ।
ভাবছে প্রেমিক সকাল বিকাল
মন হারিয়ে অনেক দূরে
কৃষ্ণচূড়ার চাতালটি লাল
রাঙামাটির পথটি জুড়ে।
পলাশ সাজে দাদরা ইমন
দোলের উৎসব ভুবনডাঙায়
ফাগের গুঁড়োয় রঙের মাতন
বসন্ত সাজ দিগন্তিকায়।
উদাস বাউল পথের টানে
মনউঠোনে আশার আলো
শিমুল পলাশ জোয়ার আনে
আগুন জ্বালো,আগুন জ্বালো।