ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

পঙ্গপাল
পঙ্গপালের দল আকাশে বাতাসে পড়েছে ছড়িয়ে,
শোষণ করে নেবে শেষ অক্সিজেন টুকু।
কেউ বাঁচবে না
মরবে সবাই অনাহারে।
সমস্ত শস্যক্ষেতে পঙ্গপাল বসিয়েছে থাবা
উজাড় করে দেবে বনবাদাড়,
মরুভূমি করবে সৃষ্টি গোটা সবুজ ক্ষেতে,
বন্ধ হবে রুটি রুজি।
ফ্যাল ফ্যাল করে দেখছে তাকিয়ে
বন্ধ কারখানাগুলো।
শ্রমিকের বুকের পাঁজর
একের পর এক টুকরো হয়ে
পড়ছে ভেঙে ঝনঝন করে।
একটুকরো পোড়া রুটির সন্ধানে
কেউ বা হচ্ছে গৃহত্যাগী
কেউ বা হচ্ছে আত্মঘাতী।
তবুও মেটে না লালসা,
হয় না তৃপ্ত পঙ্গপালের নির্মম কলিজা।
চলেছি আমরা হেঁটে
এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে,
নিজের কবর নিজেরাই চলেছি খুঁড়ে।