ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

বীর দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ্য
বিনম্র শ্রদ্ধা
আপোস নয়,
রক্তের বিনিময়ে স্বাধীনতা
যার ছিল মূলমন্ত্র,
সেই চরমভাবাপন্ন বীরপুত্র
তিনি হলেন আমাদের সবার গর্ব
নেতাজি সুভাষচন্দ্র।
হে দেশনায়ক,
তোমার চরণে অর্পণ করি
অশ্রু পুষ্পাঞ্জলি।
যতবার তোমায় জানতে চেষ্টা করি
ততবার শ্রদ্ধায় অবনত হই,
তোমার আত্মত্যাগ প্রেরণা জোগায়
প্রেরণা জোগায়, রুখে দাঁড়াতে
অন্যায় অত্যাচারের বিরুদ্ধে।
হে দেশপ্রেমিক সুভাষচন্দ্র,
এখনো ভারতবাসীর হৃদয়ে আছো তুমি
তোমার দেখানো পথকে,
তোমার দেখানো আদর্শকে
জানাই আন্তরিক ও বিনম্র শ্রদ্ধা।