ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

দেরি হয়ে গেছে
সেদিন চিৎকার করে একটাই আবেদন করেছিলাম
সবার কাছে –
অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে দাড়ান রুখে ,
সমবেত হোন একসঙ্গে।
কেউ কোনো কথা তুলল না কানে,
কেউ কেউ আবার আড়চোখে দেখে
ঘাড় বেঁকিয়ে এগিয়ে গেল হন হন করে।
যখন সব যাবে শেষ হয়ে,
আশার আলো পড়বে ভেঙ্গে বজ্রাঘাতে,
তখন এক এক করে মুখ পড়বে বেরিয়ে
মুখোশের ভেতর থেকে –
পড়বে ভেঙ্গে কান্নায়
স্বজন হারানো কষ্টে।
অনেক বেশি দেরি হয়ে গেছে
সত্যটাকে চিনতে।