T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় চিত্রা মুখার্জী

আর্জি
পুজোর বাঁশি উঠল বেজে
শরৎ এল বলে,
খুশিতে আজ রঙ ছড়ায়
শিউলি আর কাশফুলে।
আকাশ বাতাস আনমনা সব
আনন্দে ভরপুর,
মা আসছে, মা আসছে
আমার তোমার ঘরে।
বরণ করে নেব তাকে
রাখব যতন করে,
খুশির দোলায় দুলবো সবাই
মা এর কাছে এসে।
তোমার কাছে আর্জি আছে –
কেমন তুমি মা –
তোমার চোখে সবাই কেন
আজও নয় সমান?
তোমার ভান্ডারে কি
পড়েছে অভাব?
দশ হাতে এনেছ কি
দীন দুঃখীর খাবার?
তোমার অস্ত্র গুলো কি
আছে শান দেওয়া?
তবে মা, করনা নিধন
অশুভ শক্তিকে।