কবিতায় চিরঞ্জীব হালদার

আঁধি
নির্জন পাঠক ও তার উৎপীড়নগুলো
যে গৃহের অধিকেন্দ্রে পুস্তক ও আয়না একমাত্র গুজব ও মাথাব্যথা
যেখানে কোন অন্ধকার ছাড়া রচিত হয়
মৃত্যুর জন্মদিন
হে অলোকিত একা
কে তোমার গৃহী বলে দেবে
তুমি আবিষ্কার করো জবা গাছ
দক্ষ জুয়ারীর পোষা কুকুর
বৃদ্ধাবাসের খোয়া যাওয়া চাবি
কোন অলৌকিক শঙ্খবাদনে অন্তনিদ্রার চেতনার
নিভৃতে দুলে ওঠে ভাটফুল
হে অদৃশ্য অন্ধকার বলো কার কাছে ঋণ করো
আলোর নিশান
আমাদের অপরিসীম বন্দীত্ব বহনের কে বা রয়ে যাবে
এই চারণভূমিতে