কবিতায় চিরঞ্জীব হালদার

একটি কুহক কবিতা
ঈশ্বরের হৃদয় আছে কিনা জানা নেই ।
অন্ধের থাকিলেও থাকিতে পারে।
তাহাকে বাহান্ন বার জপিলাম।
নারী ও হৃদয়ের মধ্যে এক কুহকের বসত।
তাহাকেও জপিলাম।
আমার ঘুনসি থেকে উড়ে যাওয়া বক বলিল
প্রকৃত জপিতে পারিলে বর দিতে পারি।
আমি তো নাদান কাঠুরে।
বলি খোদিত মুর্তিতে প্রাণের আরোপ দাও।
অন্ধকার ও হৃদয় যেন পাশাপাশি বসত করে।
গলিত মাংস থেকে যে লাভার জন্ম
তাকে পাণ্ডুলিপির সংস্কার দাও।
এই সম্পূর্ণ তিন বর এক জাগরনের কুহক।
আমার ঘুম ভাঙলে দেখি সেতার ও ঈশ্বরী
উলঙ্গ শুয়ে আছে নশ্বর পালঙ্কে।