কবিতায় চিরঞ্জীব হালদার

হস্তীদর্শন
চলকে ওঠে কলকে ফুল
এই থামা তোর মস্ত গুল
গুলের মাসি ভরদ্বাজ
জানো কি তার কথার ঝাঁজ।
ইংলিশ ও ফার্সী জানে
অন্য ভাষায় আগাধ জ্ঞান
না ঘাটানো ভুলেও ভালো
দোহাই আপনি ক্ষান্তি দেন।
বরং চলুন সার্কাসে যাই
গুল শোনাতে হস্তীদের
চমকে উঠে তুলবে হাই
আমার সাথে দোস্তি ঢের।
মন খানেক কলার কাঁদি
খাওয়ার পর দেখবি খেল
হাসবে হোহো হাতির মেয়ে
শুড়ে মাখাস আমলা তেল।