কবিতায় চিরঞ্জীব হালদার

ভ্রান্ত লেখা
অমন কবিতা যদি তুমিও লিখিতে
জ্ঞানপীঠ জুটে যেত অই মাঘী শীতে
যাও তুমি দরবারে বিরিঞ্চি সদনে
আনকথা না ছড়িও মুক্ত উলুবনে
তোমার চলন বাঁকা আর বাঁকা নাভি
কিভাবে এমন লেখা লিখে যাও ভাবি
ধান ঢাকি পাড় দেয় আর ব্রাহ্মতাপ
প্রশ্নবান ধেয়ে আসে কে তোমার বাপ
সালমাজারির কাজ বর্ণমালা থির
তুমি জ্বাল দুধে দাও কেহ খায় ক্ষীর
ইহাকাল পরকাল কাঁদে কিও কিও
কে তোমার সম্পাদক পাঠক সমীহ
কালের গর্ভে ভাসাও তোমার রচনা
কে কার প্রকৃত পাঠক তুমি দেখিওনা।