কবিতায় চিরঞ্জীব হালদার

সংখ্যা তত্ত্ব
সত্তর জন তোমাকে জানে ।
সত্তর জন তোমাকে জানে না ।
সর্বসাকুল্যে তিনশত ত্রিশ-চল্লিশ জনা হবে।
মাঝে দুই শত লৌকিক ও অলৌকিক হিংসুটে ।
বাকি সকল আকাশ সম্পন্ন গৃহজ দুঃখী।
তুমি জানো আবার একই সঙ্গে জানো না কতজানা অজানা রসিক ধীবর।
ভোঁতা বড়শী আর অসুরক্ষিত নকল জালের কারবারী।
সর্বসাকুল্যে দশজন তোমার কেহ নয়।
মৎস্যভুক নিরীহ আন্দোলনী বাস করে চিত্রঘরে।
বাকি তিনশত ত্রিশজন সরাসরি ডাক্তার -বদ্যি ও পথ্যকলহের অংশত যোগানদার।
এই সকল নস্বর সংখ্যা অথচ তোমার অস্তিত্ব প্রেমিক।