T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন চিরঞ্জীব হালদার

অলীক
খুন ও আত্মহত্যার ভেতর দেখি এক মৌমাছি।
এই সব কুটাভাস এড়িয়ে এক অপরা জীবনে
উড়তে উড়তে যুক্তিগুলো লিরিক ফর্মে সাজিয়ে নিলে দেখবেন আপনার হারানো বাঁশীটি
ঠিক আগের জায়গায় ফিরে এসেছে।
দোলচৈত্র আসতে আর দেরি নেই।
গাজনপুরের মেলায় শুভদীপ কেন আপনার উষ্ণীষে লাল আবির হয়ে উঠবে এমন প্রশ্নে না ধাঁধিয়ে অনেক বেশি মরনশীল নিঃসঙ্গতাকে
হারিয়ে দিলেন।
আপনাকে ঘিরে থাকতে চাইবে অলীক পোকাদের আবসার্ড আর্তনাদ।
আপনি টেরই পাবেননা মেলার সব ডুগডুগি
কখন বাঁশী হয়ে উঠলো।