কবিতায় চিরঞ্জীব হালদার

গুলাল
আত্মা ও ছায়ার মধ্যে যে কথোপকথন
গুলাল আর পুষ্পহীন কদমের মধ্যে যে ফিসফিস
বৈকালিক ভীড় আর মাধুকরী আলোর মধ্যে যে
চলাচল
এরা সব শয়নধর্ম থেকে উঠে আসা আমি
খুলে রাখা বর্ম এখন মন খুলে হাসি বিতরণ করছে অনাথ আশ্রমিকের কোঁচড়ে
যেখানে সব সরল রেখা প্রণয়ের কাছে
বীজ ও পুতুলের ধর্ম বর্ণনায় ভুল শুধরে নিচ্ছে
নাম না জানা পুকুরের পাশে বসে আনন্দগোপাল
ছিপ আর মৎস্যের ঘাই বুঝিয়ে দিতে দিতে
দিগন্তবর্ণের সরলতা ছেঁড়া গামছায় গেঁথে নেয়
অতিথিদের রেখে যাওয়া গুলাল এখন তার মাথায় উপুড় করার কৌশল শানাচ্ছি।