কবিতায় চিরঞ্জীব হালদার

ভালবাসা
আমার প্রেমিকা এতটাই ব্যবসায়িক যে আতাগাছে
ফুল আসা মাত্র হুইস্পার টেন্ডার ডাকে।
সে গুনে রাখে হাঁসের পালক।
তার ব্র্যান্ডেড লেডিস গার্মেন্টে কোনো অতিরিক্ত
খরিদ্দারের সাইজ বাদানুবাদের খন্ডচিত্র
সতর্ক সারভিলেন্স্ এর করপর্যবেক্ষনের আওতায় ঠেলে দেয়।
সাবেক কেওকার্পীনের কথা আর ঘ্যাম চুলের জটলা সে হামেসাই গোপন রাখে।
এটা সন্দেহবাতিক খদ্দের স্পেশাল বলা যেতে পারে। যেটা সমীচীন তার এই কোড অফ বিজনেস
আপনাদের না জানানো।
পাঠক থুড়ি আপনি শুধু ভালোবাসার ক্রেতা মাত্র।
হিসেবের ব্যাড ডেট আপনাকে গোধূলি সন্দর্শনে
সহায়তার পক্ষে।