কবিতায় চিরঞ্জীব হালদার

একটি প্রাপ্ত মনস্ক কবিতা
সব আদর ধ্বনিসুখে বুদ
অভিমানী একা তলপেট
শব সুখ জগৎ ওষ্ঠে
ঠিক করে ভেবে বলো রেট।
কোন রঙের ওষ্ঠরঞ্জনী
কোন হুকে বাঁধা সারাৎসার
কতটা গভীরে যেতে হবে
ভোলা দেখে ভোলে রুদ্ধদ্বার।
সে দ্বারে জিরাফ বাঁধা থাকে
রঙ্গিলাও ভরা প্যাস্টেল
অনির্বচনীয় সব ছায়া
চিরহরিৎ পেকে ওঠে বেল।