কবিতা গুচ্ছতে চিরঞ্জীব হালদার

১| যাপন
আমোদিনী অন্ধকারের মধ্যে
যে নরম এসেছিল
তাকে ভরাট করেছি দহন মুগ্ধতায়।
সেই সব গত পরিচ্ছদের ভেতর
অবসন্ন কচ্ছপ এখন
নিদ্রা বিলিয়ে দিচ্ছে।
২| ডাক
ভেবোনা আমি খুব অশৈল মানুষ
সমুদ্র তোমার নিহত স্বপ্নগুলো ঢুকে পড়েছে
লোক ভূমির অন্তরালে
এস পান্ডুলিপি
প্রত্যুষ সফর
ওৎপেতে থাকা ফসিল ইচ্ছেরা
তোমাকে ডেকেছে
সমুদ্রস্নানে
৩| জল ও রশ্মি
জলরাশির কাছে গেলে অবশ্যই পাগলকে সঙ্গে নিতে হয়
দেখি আশ্চর্য এক সারমেয় সঙ্গ নিয়েছে
আমার ফতুর দিনযাপন কুড়িয়ে আনে
জলযান সরণির পাশে এক খন্ড আরণ্যক রাত
গভীর রাতে আয়না থেকে নেমে এসে
তারা আমাকে সমুদ্র শোনায়
৪| দর্শন
কুৎসিত অমৃতের কাছে বারবার ফিরে আসা
অদূরে ওয়াচ টাওয়ার দেখে নিচ্ছে
আমার রেডার লিপি
আর্ত সমুদ্রের জলরাশি ভেতর কুমারী পাথর ডেকে ওঠে
তার কৌমার্য থেকে ভেদ করে উঠে আসা ব্রাহ্ম লিপি
কোথায় পালাবে।
আমলকি তুমি তাকে সুস্থতা দেবেনা।