কবিতাগুচ্ছয় চিরঞ্জীব হালদার

মহৎ
কথা ছিল নিরাপদ বেইমানী করবে।
বৃষ্টি না এসেও ভিজিয়ে দিয়ে গেল।
ফুল গাছে তখনও পতঙ্গের মিথ্যে আসর বসেনি।
আমাদের ফেরারি অস্তিত্ব গুলোকে
রেশন দোকানের লাইনে দাঁড় করিয়ে রেখেছি।
কোন শিকড় ছাড়া কৃষ্ণচূড়া গাছটা
নিরাপদকে ঠিকই চিনেছিলো।
একমাত্র পাগলরাই জানে মহৎ কর্মের মধ্যে
কতটা বেইমানী মেশাতে হবে।
পরা ভাষ্য
1
প্রত্যেকের সব থেকে উৎকৃষ্ট পথ যেটা টয়লেটে শেষ হয়েছে।
2
তুমি না ঘুমালে শত্রু পক্ষের লণ্ঠন জাগতে পারে না।
3
নম্যান্স ল্যান্ডে পড়ে থাকে মৃত্যুগুলো পাখি হতে ভয় পায়।
4
পাগলখানার দাবিদারকে কোনও লকারে আটকে রাখা যায়না।
5
আপাদমস্তক যৌনখোরাকিতে একটা মহান শিল্প লুট হতে পারে।
6
ঈশ্বর বল্লেন এমন কিছু লিখোনা যাতে রাত্রি ও নিদ্রাকে আত্মঘাতিদের দালাল হতে হয়।