কবিতায় চিরঞ্জীব হালদার

মিথ
এখানে আমার প্রমান করা মিথ্যার আশ্রয়
দূরান্বয়ী টিআরপি বাঘ দু দুগুনে ছয়
উল্টে ঘুঁটি দেবেন দেবেন ঘুঁটির মধ্যে ফনা
আলগা ঘুঁটি বলগা দোলা দেখেছিলেন খনা
চানক্য তার মামার কাছে বাঁধিতেছিলেন ঘাস
বিশ্বাসীরা জানলেও কি স্বীকার করতো তাস
তোমার গ্ৰীবায় কে আঁকিলো সংক্রান্তির শীত
চেতনা থেকে অলীক নদী তোমার অন্য মিথ
এই ডায়াসে হাততালি তার ভিতরে সান ছোরা
কেহ দেখেছে হেরাডোটাস ঘোড়ার মধ্যে ঘোড়া
এখানে আমার প্রমান করা মিথ্যা প্রমানিত
তিনি আমার ঈশ্বর নন তবু ঈশ্বরী ত।