কবিতায় চিরঞ্জীব হালদার

ভ্রামক বিশ্ব ও নীল ফুল
দুটো নীল ফুলের বোঁটা থেকে উড়ে যাচ্ছে ভ্রামক বিশ্বের মানচিত্র।
হাইওয়ে থেকে নাতিদূরে লাঙলের সমাচার নথিবদ্ধ করতে করতে লক্ষীকান্ত তার বায়োজীবনের সংঘর্য মেপে নেয়।
সাংসারিক দূরত্বের স্বরবর্ণে আজ তার অভীপ্সা
ব্লাকহোলের অতিজাগতিক শূন্যতা।
প্রকৃতি ফুল লাঙল আর অন্য দূরত্বের ত্রিকোনোমেট্রি কুন্ডলী পাকিয়ে ইড়া থেকে
পিঙ্গলার দিকে ধাবমান।
সে এখন চার্চের সুরেলা ঘন্টাবাদন থেকে তুলে আনবে অনাথ ঋতু।
কোন শুভেচ্ছা ছাড়াই কুঝিঝিকে চড়ে অভিভাষন দপ্তর ছাড়িয়ে ব্ল্যাকহোলে তৎপরতা ছাড়িয়ে
নেমে পড়বে নাটোরের নিগমাশ্রমে।