কবিতায় চিরঞ্জীব হালদার

চর
কোথা যাস ওরে ওরে
লুথফর রহমান
ডাইনে বাঁয়েতে দেখো
রামা কাটে কার কান।
এক ঘাটে মেজে থালা
আঘাটায় ধুতে যাস
এই সব চুপি চুপি
দেখে ছিলো রাজহাঁস।
ভোলেভালা নাকবোচা
রহমান লুথফর
সিপাহী বিদ্রোহে ছিল
সে ঠিক কাহার চর।
কুঁজি রূপে সেজে ছিলো
দশরথ দরবারে
হামাদ গোষ্ঠী নাকি
গড়ে ওঠা তার হাড়ে ।
কানাকানি চুলচুলি
এর কথা উহারে
তাকে দেখে ভয় পায়
বিল্লি ও চুহা রে।