কবিতায় চিরঞ্জীব হালদার

কলহ
গৌরাঙ্গ আর নাশপাতির মধ্যে তুমুল কলহ।
কে বেশি তামসিক সুন্দর।
কার জলাশয় কতটা গভীর।
স্বাদু মাছের ঘাই আর যাযাববী ঋণ ছাড়াই
দেহ কথকের ভূমিকায় কে কতটা নিপুন।
বিস্তারিত বিতন্ডার পর দেখা গেল
একই গৃহের অতিথি দুইজনা।
উভয়ের পাতে সরপুটির ডিম ভেসে বেড়াচ্ছে।
একই ধর্মের কাছে বকুলফুলের গন্তব্যে প্রমত্ত দরবারি।
দুজনেই একই দেহের মধ্যে খুঁজে চলেছে
তদগতি।
রাত্রি হলে উভয়ে সম্পাতি পাখির গল্প শুনতে চায়।