কবিতায় চিরঞ্জীব হালদার

পরাভস্ম
এতোদিন কোথায় ছিলেন আজমিরি ধুনোর গন্ধ।
এতদিন কোথায় ছিলেন বকুলবালা।
পরাভস্ম সতেরোটা বুলেট নিয়ে
সংশোধন ও সমাজবাদে কেমন লাট খাচ্ছে দেখলেনা।
কী জবাব দেবে পায়েল।
নুন ও পান্তার মধ্যেকার মিসডকল থেকে মাঝে মাঝে ডেকে ওঠে সত্যি প্রেসক্রিপশন।
বাতিল মোবাইল আর ভিজে যাওয়া সম্পর্ক থেকে যে কোন সংশোধনবাদকে খুব বেশী হলে সময় দেবে আড়াই মিনিট।
আর কবে সময় হবে কোলেষ্টরেলহীন নোনতা চায়ে ককটেল রবিঠাকুরের সমাবর্তনের ভীড়ে
চুল তার কবেকার গহীন জীবনের কোজাগরী ধান।
বিপ্লব এতদিন কোথায় ছিলেন।